রাঙামাটি প্রতিনিধি:-
কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করে ৬৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৯.৪৫ ঘটিকায় রাঙ্গামাটির সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রতি লিটার ৫০০/- টাকা হিসেবে মোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা। এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল হতে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১), গ্রেফতার করা হয়। চট্টগ্রামের আনোয়ারা থানার ০৮নং চাতরী ইউনিয়ন পরিষদের গকুল দত্ত ছেলে। এ সময় আরও ০২ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ০২ জনের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।


