ইবি প্রতিনিধি :
শরীফ ওসমান হাদী ও দীপু চন্দ্র দাশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পূজা উদযাপন পরিষদ। রোববার দুপুর দেড়টায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় ইবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ রায়সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে পংকজ বলেন, ‘হাদী, দিপু এবং আয়েশার তিনটি ঘটনাই ন্যাক্কারজনক। আমরা ৫ আগস্টের পরে এমন একটি দেশ চেয়েছিলাম যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করবে। তবে আমরা যেন অনেকটাই ব্যর্থ হয়েছি। আমরা এসব হত্যাকান্ডের তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।’


