ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইনশিক্ষা ও আইনপেশা বিষয়ে কাজ করতে ‘স্টুডেন্টস অর্গানাইজেশন ফর লিগ্যাল এডুকেশন অ্যান্ড লিগ্যাল প্রফেশন (SOLPE)’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে আইইইআর ভবনে ‘Guideline on Legal Education & Profession’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়। এতে আইন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির ২০২৫-২৬ কর্মবর্ষের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল ফিকহ্ অ্যান্ড ল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিব আল সাদী এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সায়েম আহমেদ।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব শেখ, জারীফ তাজওয়ার আফজাল, নিসমা বিনতে মুনা, তুহিন বাবু, আশিকুর রহমান ও তামান্না এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিভা, রাকিবুল ইসলাম ও সামিয়া।
জানা যায়, SOLPE একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে আইনশিক্ষার মানোন্নয়ন এবং আইনপেশার প্রস্তুতিমূলক কার্যক্রমে কাজ করবে। গবেষণা, প্রশিক্ষণ, মুট কোর্ট, প্রকাশনা, সেমিনার আয়োজন এবং জাতীয়-আন্তর্জাতিক আইন বিষয়ক সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিই সংগঠনের প্রধান লক্ষ্য। সংগঠনের ঘোষিত সংবিধানে মানবাধিকার, ন্যায়বিচার, স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার কথা উল্লেখ করা হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন এই সংগঠন আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির নবনির্বাচিত আহ্বায়ক হাসিব আল সাদী বলেন, “মানসম্মত আইনি শিক্ষা, শক্তিশালী আইন পেশা, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই সংগঠন কাজ করবে। আমি বিশ্বাস করি, সবার ঐকান্তিক প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে আমরা একটি আরও ন্যায়ভিত্তিক ও পেশাদার লিগ্যাল প্রফেশনালস গড়ে তুলতে পারব।”


