মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিতর্কিত (ইউএনও) নিশাত আনজুম অনন্যাকে অবশেষে বদলি করা হয়েছে।
গত ২৮ এপ্রিল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে রাজশাহী,সিনিয়র সহকারী কমিশনার মাহমাদুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিতর্কিত ইউএনও নিশাত আনজুম অনন্যাকে বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
ইউএনও’র বদলির সংবাদ উপজেলায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
তার বিরুদ্ধে ছিল ক্ষমতার অপব্যবহার, দুর্ব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম ও দুর্নীতি। স্থানীয় সাংবাদিক কয়েকটি প্রকল্পের তথ্য চেয়ে তথ্য ফর্মে আবেদন করলেও তাকে তথ্য না দিয়ে তথ্য আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখান এই ইউএনও নিশাত আনজুম অনন্যা। তার অনিয়ম, দুর্নীতি নিয়ে একাধিক পত্রিকায় ও অনলাইনে নিউজও প্রকাশিত হয়েছে।
গত ১৬ এপ্রিল অভিযোগের ভিত্তিতে ‘গোমস্তাপুর ইউএনওর বিরুদ্ধে ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুতিতে অনিয়ম দুর্নীতির-অভিযোগ ‘ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। তার এসব কর্মকাণ্ড নিয়ে কয়েকটি মন্ত্রণালয়ে অভিযোগও দেওয়া হয়। এছাড়া নিউজের জেরে “সংবাদ সারা বেলা ” জেলা প্রতিনিধি সাংবাদিক শাহীনকে উপজেলা সভাকক্ষে প্রকাশ্যে গ্রেফতার করার হুমকিও দিয়েছিলেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।
বিসিএস ৩৫ ব্যাচের এই কর্মকর্তা গত ৮ নভেম্বর ২০২৩ সালে গোমস্তাপুর উপজেলায় (ইউএনও) হিসেবে যোগদান করেন। তবে তার ক্ষমতার অপব্যবহার এবং নানা বিতর্ক নিয়ে সম্প্রতি স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। যোগদানের পর হতেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। তারপরেও বিশেষ খুঁটির জোরে এতদিন তিনি স্বপদে বহাল থাকেন।