অনলাইন ডেস্ক :
জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জমা দিয়েছে প্রসিকিউশন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই অভিযোগ জমা দেওয়া হয়।
প্রসিকিউশন জানিয়েছে, তদন্ত শেষ হয়েছে। তদন্তে হত্যার ঘটনায় ৩০ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।
এরআগে গতকাল রোববার এই অভিযোগ জমা দেওয়ার কথা ছিল। তবে এদিন তা হয়নি। এর আগে ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আবু সাঈদকে হত্যার মামলায় আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরীসহ ৩০ জনকে।