নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জে ‘অপারেশন ঈগল হান্ট’ মামলার জামিন আবেদন প্রত্যাখ্যাত হওয়া তিন আওয়ামী লীগ নেতাকে ডিম নিক্ষেপের সময় পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালামসহ তিনজন আসামি মামলায় জামিন আবেদন করলে চাঁপাইনবাবগঞ্জের জেলা দায়রা জজ মিজানুর রহমান তা অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হস্তান্তর করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের হাজতখানা থেকে বের হওয়ার সময় খবর পেয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। তখন পুলিশ হস্তক্ষেপ করে এবং সদর থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জনকে টেনে হিচড়ে হাজতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ তাদের মারধরও করে—কিল, ঘুষি ও লাথি মারে।
এ বিষয়ে সদর থানার ওসি মতিউর রহমান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি।”
ঘটনাটি ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।