দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান রিভাকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। ০১/০২/২০০২৫ ইং দুপুর ১২:৩০ মিনিটে বীরগঞ্জ থানা পুলিশ কবিরাজহাট এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার একটি চৌকস দল, কবিরাজ হাট এলাকায় অবস্থান করলে ৫০ ইয়াবা মাদক সহ আতিকুর রহমান রিভাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে,উক্ত সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিও ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
২রা ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রবিবারে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল গফুর।