স্টাফ রিপোর্টার :
সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে তার নিজস্ব রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিভিন্ন আর্থিক লেনদেনে চেক জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। মামলার ভিত্তিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শামসুদ্দোহার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ ছিল। তবে এবার সরাসরি চেক জালিয়াতির সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়।