চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি, পুকুরিয়া মহিলা কলেজের প্রভাষক ও দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ প্রতিনিধি মামুন উর রশিদের পিতা অবসরপ্রাপ্ত উপ-পুলিশ পরিদর্শক ফারুক আহমেদ বুধবার সকাল ১১টা ৩০ মিনিটে (২৮ ফেব্রুয়ারি ২০২৪ ) চাঁপাইনবাবগঞ্জে জেলার শিবগঞ্জ উপজেলা কানসাট পুখুরিয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, ২ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পাখুরিয়া সানবান্ধা কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব, শিবগঞ্জ ক্লাব, গৌড় ক্লাবসহ সাংবাদিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।