চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী কলনীপাড়া এলাকায় মেসার্স কাদের সুপার রাইস মিলের ১৪২ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। ( ৬ অক্টোব) সোমবার বিকেলে স্থানীয়রা চুরি হওয়া চালের কিছু অংশ উদ্ধার করে এবং দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অভিযোগ সুত্র জনাযায়, ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম গত এক মাস আগে শাহবাজপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই গোডাউন ভাড়া নেন। সেখানে কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২,৮০০ বস্তা চাল মজুদ রাখা হয়। গত ৪ অক্টোবর বিকেলে গোডাউনে গিয়ে তিনি ১৪২ বস্তা চাল কম পান।
খবর পেয়ে স্থানীদের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে বালিয়াদিঘী কলনীপাড়া এলাকা থেকে বড় বস্তা ১০ চাল কাউম আলীর বাড়ি, ১ বস্তা আবদুল হাকিমের, বড় ৩ বস্তা সফিকুল ইসলামের, ১৫ বস্তা জামালের এবং ১৫ বস্তা আবেদ আলীর বাড়ি থেকে মোট ৪৪ বস্তা চাউল উদ্ধার করে পুলিশ।একই এলাকার মাইমুল ছেলে আবেদ আলী ও দুখনু মণ্ডলের ছেলে জসিম -কে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করে। শিবগঞ্জ থানার এস আই কবির হোসেন জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরি হওয়া চালের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।