মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা কালীন সময় থেকে দেশের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে আসছে। র্যাব-৫ সিপিএসসি কর্তৃক অভিযানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল হতে পরিত্যক্ত অবস্থায় ০৪ টি ওয়ান শুটারগান উদ্ধার।
২২ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রাত্রি অনুমানিক ১১ঃ৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চন্দনা ঈদগাহ মাঠ নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ৪টি ওয়ান শুটার গান উদ্ধার করে।
ঘটনার বিবরণের র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন, নাচোল টু গোমস্তপুরগামী পাকা রাস্তা হতে আনুমানিক ১০০ গজ উত্তর দিকে চন্দনা (ঈদগাহ মাঠ) গ্রাম হতে শামীম (৪০) , পিতা- তারা, সাং- জোড়পুকুর ,থানা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জ এর সরিষা ক্ষেতের পূর্ব দিকে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে পৌঁছে উক্ত শপিং ব্যাগের ভেতরে ৪ টি ওয়ান শুটার গান উদ্ধার করে।
উপরোক্ত অবৈধ ওয়ান শুটার গান চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় জিডি মূলে হস্তান্তর করেন।