মোঃ মাহাবুল ইসলাম মুন্না গোদাগাড়ী রাজশাহী :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও মাঠপর্যায়ের সক্রিয়তায় এই আসনে দলটির অবস্থান আরও শক্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
গোদাগাড়ী পৌর বিএনপি কার্যালয় চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীনের সমর্থনে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, ভোটই জনগণের সবচেয়ে বড় শক্তি। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র ও হারানো অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
পথসভার অন্যতম আকর্ষণ ছিল দলের অভ্যন্তরীণ ঐক্যের দৃশ্যমান প্রকাশ। মনোনয়নকে কেন্দ্র করে অতীতে দূরত্ব থাকলেও, একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিশিষ্ট শিল্পপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য মোঃ সুলতানুল ইসলাম তারেক। তিনি বলেন, দলের বৃহত্তর স্বার্থে ও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকে শরীফ উদ্দীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।
গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন)।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ের হাসি হাসবে। উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পথসভাটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
সভা শেষে নেতা-কর্মীরা ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনরায়ের প্রতিফলন ঘটানোর শপথ নেন। শেষ পর্যায়ে আবেগঘন পরিবেশে স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল—“এই মিলনমেলা, এই ঐক্য, এই হাসি—১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসি।”
পথসভা শেষে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়।


