মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:
রাজশাহীর বাগমারা থানার অন্তর্গত 5 নং আউচপাড়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জান মোহম্মদ এর ডান হাত রায়হান গ্রেফতার হয়েছে।মোঃআবু রায়হান খুজিপুর গ্রামের লুবাই এর ছেলে।গত স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন এই রায়হান আউচপাড়া ইউনিয়নের সর্ব জায়গায় জান মোহম্মদের নেতৃত্বে ত্রাসের রাজত্ব কায়েম করে।বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদের (ভেকু আজাদ) ছত্র-ছায়ায় থেকে রায়হান, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের দপ্তর সম্পাদকের পদ বাগিয়ে নেন।
বাগমারায় পুকুর খনন করা সহ তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মামলা আছে বলে সুত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে ওসি বাগমারাকে জানতে চাওয়া হলে তিনি বলেন, রায়হান বাগমারা থানার তদন্ত সাপেক্ষে এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে মামলা চলমান রহিয়াছে।
স্বৈরাচারী হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর এই রায়হান গা ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতো।গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি তাকে রাজশাহী বহরমপুর এলাকায় একটি বাসা হতে ৪ ফেব্রুয়ারী দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে গ্রেপ্তার করে।