রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। রোববার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় লাইসেন্সের আবেদন করা বেশ কিছু কাগজ জব্দ করে নিয়ে যায় দুদক কর্মকর্তারা।
রাজশাহী জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, একজন সেবা গ্রহীতা দুদকের প্রধান কার্যালয়ে ঘুষ গ্রহণের লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে।
তিনি জানান, লাইসেন্স এর আবেদনসহ বেশ কিছু নথি জব্দ করে নেয়া হয়েছে। এছাড়া সেবাগ্রহীতাদের সাথে কথা বলা হয়েছে। যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে।