রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের একটি মুদিখানার দোকানের গোডাউনে অগ্নিকা- ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভির্সের ১০টি ইউনিট কাজ করে। আরডিএ মার্কেটের এ দোকানটির নাম ১নং গদি। এর মালিক ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পুরনো এ দোতলা ভবনের নিচতলায় কর্মচারীরা দোকানদারি করছিলেন। এ সময় দোতলার একটি কক্ষে হঠাৎ আগুন দেখতে পান। কিন্তু ততক্ষণে সারাকক্ষে আগুন ছড়িয়ে পড়ে। জানালা দিয়েও আগুনের ফুলকি দাউদাউ করে জ¦লে ওঠে। তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দোতলার ওই কক্ষে দোকানের মালামাল ছিল। একই কক্ষে দোকানের কর্মচারীরাও থাকেন। আগুন ছড়িয়ে পড়লে মার্কেটজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। সাহেব বাজার বড় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ঘটনাস্থলে ছুটে যায় ব্যাটালিয়ন আনসার সদস্যরা। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভে।
এদিকে অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নবনির্বাচিত এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএর চেয়ারম্যান জিয়াউল হক। তারা আরডিএ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
রাজশাহীর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, প্রথমে দুটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে।
পরে একে একের আরও ৮টি ইউনিট যোগ দেয়। মোট ১০টি ইউনিটের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত হয়নি। তবে দোকানের মালামাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিকেজ হয়ে অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকা-ের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুনে নেভে।
দোকানের মালিক ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি জানান, কীভাবে আগুন লেগেছে তা জানা নেই। হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। দোতলার ওই কক্ষটি দোকানের গোডাউন হিসেবে ব্যবহার করা হতো।