মো:আতিকুর রহমান আতিক, রাজশাহী :
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তারা নিহত হয়। তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগমারা উপজেলার তাহেরপুর থেকে বাসটি পুঠিয়ার দিকে যাচ্ছিলো। সকাল সোয়া ১০ টার দিকে ঘটনাস্থলে মোটরবাইককে চাপা দেয় এমপি সাফারি নামের বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাজশাহীর পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। এঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।