নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কোতোয়ালি থানাধীন জিন্দাবাহার পার্কের উত্তরে বাবুবাজার ব্রিজের রাস্তার উপর ০৩-০২-২০২৫ তারিখঃ বেলা ০১ঃ০৫ ঘটিকার সময় কোতোয়ালি থানার চেকপোস্ট চলাকালে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পি এস আই (নিরস্ত্র) মোহাম্মদ আরমান হোসেন এর নেতৃত্বে জিন্দাবাহার পার্কের উত্তরে বাবুবাজার ব্রিজের রাস্তার উপরে নৈশ চেকপোস্ট ডিউটিকালে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা কালে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ডিউটিতে নিয়োজিত এসআই (নিরস্ত্র) নূর এ হাবিব ফয়সাল ঘটনা স্থলে উপস্থিত হয়ে আসামি জাহিদুল ইসলাম (৪৫) কে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।