অনলাইন ডেস্ক :
যৌন হয়রানির মামলায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
এর আগে ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে সোমবার রাতে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একইসঙ্গে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গঠন করা হয় উচ্চতর তদন্ত কমিটি। এই কমিটি এরইমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
গত শনিবার অভিযুক্ত ওই শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানটির আজিমপুর ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আসছেন ছাত্রী ও অভিভাবকেরা।