এসএম রুবেল, সিনিয়র ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ :
ছেলেকে না পেয়ে’ মাকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা ও মারধরের শিকারের অভিযোগ উঠেছে “চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিমুলতলা বালুচর এলাকার মোসাঃ সখিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে।
সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, বৃদ্ধা এ মহিলার ছেলে আব্দুল করিম আদম ব্যবসায়ী ও সাবেক পুলিশ সদস্য’র সাথে ব্যবসায়ী পারপাসে লেনদেন থাকায় গত বুধবার ১০ সেপ্টেম্বর ‘সকালে সদর উপজেলার শিমুলতলা এলাকায় সাবেক পুলিশ সদস্য (নায়েক) আব্দুল করিমের বাড়িতে যান বকুলসহ তার গুণ্ডাবাহিনীর লোকজন। কিন্তু ছেলেকে না পেয়ে তার বৃদ্ধা মাকে কৌশল করে জোরপূর্বক অপহরণ স্টাইলে অটোগাড়িতে তুলে নিয়ে আসে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিমতলা মোড়ের অভিযুক্তকারীর স্বজনদের একটি বাড়িতে। সেখানে তাকে বিকাল ৫ টা পর্যন্ত না খাওয়া অবস্থায় আঁটকে রেখে মারধর করে। বিবস্ত্র ও শীলতাহানি করার সময় বৃদ্ধা মহিলার চিৎকার শুনে’, আশে পাশের লোকজন জানতে পারা মাত্রই’ দ্রুত সেখান থেকে সরে যায় তারা। পরোক্ষ কৌশল করে শরে গিয়ে বৃদ্ধা মহিলাকে অটোতে উঠিয়ে সদর মডেল থানার সামনে ফেলে পালিয়ে যায় এজাহার নামীয় ব্যক্তিরা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ১০ সেপ্টেম্বর আব্দুল করিমের মা বাদি হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন অভিযুক্তকারীদের বিরুদ্ধে। এজাহার সূএে জানা যায়, সেখানে ১নং আসামী মোঃ বকুল (৩২) ও মোঃ নাজিমুদ্দিন (২৭)সহ আরও চারজনের নাম উল্লেখ করা হয়। ১নং আসামী মোঃ বকুল (৩২), ২নং মোসাঃ ফরিদা বেগম (৫০), ৩নং মোঃ নাজিমুদ্দিন (২৭), ৪নং মোঃ বশির (৩০), ৫নং মোঃ রনি আহমেদ (২৩), ৬নং মোঃ মোশারফ হোসেন (২২) সহ অজ্ঞত আরো কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন তিনি।
এ ঘটনার বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, এই ঘটনায় মোসা: সখিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা এজাহার দায়ের করেছে, আমরা সেটা গ্রহণ করেছি। তদন্ত সাপেক্ষে এর কঠিনভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এই বিষয়ে সখিনা নামে ওই বৃদ্ধার ছেলে আব্দুল করিমের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান ব্যবসা পারপাসে তাদের সাথে কিছু লেনদেন রয়েছে। তাই বলে আমার বৃদ্ধা মায়ের সাথে এই অমানবিক আচরণ করবে এবং বাড়ি থেকে তুলে আনা মোটেও ঠিক করেননি তারা। আমি তাদের
আইনের মাধ্যমে সঠিক শাস্তি দাবি করছি।