ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধি:
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার আশু রোগমুক্তি কামনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের একটি অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) এশার নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদগণ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদগণ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা ছাত্রদলের সানি আহমেদ। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আশরাফুল আলম হাবিবি। এসময় ছাত্রদলের সকল কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তব্যে সানি আহমেদ বলেন, “আমরা আপসহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছি। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতার জন্য দোয়া করছি।”