স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনগণের নিকট দোয়া চাচ্ছেন শিবগঞ্জ পৌরসভার সাবেক দুইবারের মেয়র আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিম।
এ সময় ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সংসদ সদস্য পদপ্রার্থী,বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা,সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান মিঞার পক্ষে ধানের শীষে ভোটও চান তিনি।
দীর্ঘদিন শিবগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলেও গত কয়েকদিনে পৌরসভার বিভিন্ন মসজিদে নামাজ আদায়,মতবিনিময়,উঠান বৈঠক ও পৌরবাসীর সাথে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে,শিবগঞ্জ পৌরসভার জনপ্রিয় এই নেতাকে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জ পৌরসভায় তিন চতুর্থাংশ ভোট ধানের শীষের পক্ষে নেয়ার জন্য সর্বোচ্চ করার আহ্বান ও আশা ব্যক্ত করেন তিনি। তবে সামনে পৌরসভা নির্বাচনেও শামীম কবির হেলিমকেই বিএনপি’র প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার বিএনপি’র কর্মীরা। সেই সাথে এই নেতার আগমনে শিবগঞ্জের বিএনপি’র রাজনীতিতে নতুন মোড় সৃষ্টি করবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি’র রাজনীতির সাথে জড়িত অনেকেই।