অনলাইন ডেস্ক :
বাংলায় রায় দিতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপ্রিম কোর্ট আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, অসংবিধানিক কাউকে ক্ষমতায় থাকতে না দিয়ে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, উচ্চ আদালতকে ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা জানায়।যারা মার্শাল ল জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল; উচ্চ আদালত মার্শল ল ও অবৈধভাবে ক্ষমতায় আসাকে অবৈধ ঘোষণা করে।
তিনি বলেন, ৭৫ এর পর ক্ষমতা জনগণ নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধানকে কাটা ছেঁড়া করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ৯৬ পর্যন্ত এ দেশের মানুষ কী পেয়েছে? মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়নি। যারা ডিকটেটর ছিল তাদের সুবিধা হয়েছে। সাধারণ মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারসহ সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটা গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনো দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। আজকে দেশের যে উন্নতি হচ্ছে, সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই হয়েছে।