অনলাইন ডেস্ক :
গত বছরের জুলাইতে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এবার আসছেন দলটির আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়াও। দেশের একটি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন মার্তিনেজকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করা কলকাতার বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত।
ওই গণমাধ্যমকে শতদ্রু বলেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (বেনফিকা) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।’
এদিকে, কলকাতাভিত্তিক গণমাধ্যম সংবাদ প্রতিদিনও শতদ্রু দত্ত’র বরাতে ডি মারিয়ার বাংলাদেশে আসার খবর জানিয়েছে। গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, ‘মে মাসের ২০ তারিখ থেকে ৫ জুনের মধ্যে যে কোনও সময় ডি মারিয়াকে কলকাতায় নিয়ে আসব। বাকি ব্যাপারটা ওর সঙ্গে আলোচনার পর জানিয়ে দিতে পারব।… কলকাতা থেকে বাংলাদেশ চলে যাবে ডি মারিয়া। কলকাতায় দুদিন থাকার পাশাপাশি বাংলাদেশে দেড় দিন থাকবেন।’
এর আগে, ২০২৩ সালের ৩ জুলাই বাংলাদেশে এসে মাত্র ১১ ঘণ্টা ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক মার্তিনেজ। যদিও তার সেই সফরটি নানা কারণে ছিল সমালোচিত। তার মধ্যে, বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ করে না দেওয়া, উন্মুক্ত কোনো জায়গায় মার্তিনেজকে নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন না করা ছিল অন্যতম।
৩৬ বছরের খরা কাটিয়ে কাতারে গত বছর বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। সাত গোল দিয়ে দলকে শিরোপা জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন লিওনেল মেসি। তবে ডি মারিয়ার অবদানও কম নয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল দিয়ে বাঁচিয়েছেন আর্জেন্টিনাকে। তাছাড়া বড় ম্যাচে ও গুরুত্বপূর্ণ সময়ে গোল দেওয়ায় আগে থেকেই খ্যাতি তার। ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে কোপা’র ফাইনালে তার গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। মেসির পর তাই ডি মারিয়ার ভক্তসংখ্যাই বাংলাদেশে বেশি। তার আসার জন্য যে বাংলাদেশের ফুটবলভক্তরা মুখিয়ে আছেন সেটা বলাই যায়।