অনলাইন ডেস্ক :
সিটি করপোরেশনের অবৈধ হকার উচ্ছেদেকে কেন্দ্র করে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পুলিশ ও হকারদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক।
এদিকে, সংঘর্ষ চলাকালে অনেক হকারসহ পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তাও আহত হয়েছেন। তবে হকারদের দাবি, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। গুলিতে একজন হকার গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, বিকেলে নিউমার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান তদারকিতে গেলে সিটি করপোরেশনের দলকে বাধা দেয় হকাররা। পুলিশ এগিয়ে এলে তাদের লক্ষ্য করেও হকাররা ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ হকারদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা স্থানে যাতে আবারও হকাররা বসতে না পারে সেটি তদারকি করতে আসায় তারা হামলা করেছে। এতে পুলিশসহ আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’
ওসি ওবায়দুল হক বলেন, ‘আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’