রাঙ্গামাটি সংবাদদাতা:-
“পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর সাংবিধানিক সংরক্ষণে ঐক্যবদ্ধ হোন” শ্লোগানকে সামনে রেখে অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ সোলায়মান।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।
সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এখনো অধিকার বঞ্চিত রয়ে গেছে। আমরা আজকে বাংলাদেশের চাইতেও চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মওলানা আবু বকর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ পিয়ার আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটি সদস্য আব্দুল কাইয়ুম সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদ সহ নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।