চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে উপর চাকপাড়া গ্রামের হেলাল উদ্দিন ওরফে মুক্তার আলী ছেলে অভিযুক্ত সোর্স বাবু কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘনবসতিপূর্ণ শাহাবাজপুর ইউনিয়নের মড়লটোলা বাবু বাজার মোড়ে উত্তাল প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, এলাকার তরুণ-যুবক, বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী এবং নির্যাতিত নারীর স্বজনরা।
বক্তব্য রাখেন ভুক্তভোগীর ভাই মোহাম্মদ রাসেল আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সমাজকর্মী আতিকুল ইসলাম, পলাশ।
বক্তারা অভিযোগ করেন, শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়ার বাসিন্দা সোর্স বাবু প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে রাজশাহীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণ করে। পরে নির্যাতিতা নারীকে হোটেলে ফেলে রেখে পালিয়ে যায় বাবু। ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনা শুধু একজন নারীর জীবনে তীব্র মানসিক ট্রমা তৈরি করেনি, বরং এটি আমাদের সামাজিক মূল্যবোধ ও নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
তাঁরা দাবি জানান, অভিযুক্ত সোর্স বাবুকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে প্রশ্ন তোলেন, বিভিন্ন বাহিনীর সোর্স হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে এমন জঘন্য অপরাধে জড়াতে পারে এবং এতদিন ধরেই পার পেয়ে যাচ্ছে?
প্রতিবাদকারীরা স্লোগানে স্লোগানে জানান, “ধর্ষকের ঠাঁই নেই, এ দেশে কোনও কাঁই নেই”, “বিচার চাই, বিচার চাই”, “সোর্স বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই”। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আরও নারীরা এমন ভুক্তভোগী হবেন।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়—যেন আইনের ফাঁক গলে ধর্ষক বাবুর মতো অপরাধীরা আর কখনো মুক্তভাবে ঘুরে বেড়াতে না পারে।