মোঃ নুর আলম দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর এলাকার বাসিন্দা ভুক্তভোগী মোঃ সুমন পারভেজের সাথে প্রায় গত তিন মাস আগে ফেসবুক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে পরিচয় হয় একই জেলার বীরগঞ্জ উপজেলার দেওলী গাইন পাড়া এলাকার (পলাশ) এর সাথে, বিভিন্ন সময়ে মেসেঞ্জারে কথপকথন হত তাদের, পরবর্তীতে গত ২৫ আগস্ট ভুক্তভোগী সুমন বীরগঞ্জ এলাকায় সাক্ষাত হয় এবং কিছু ডলার দেখিয়ে স্বল্প মুল্যে আরো অনেক ডোলার বিক্রয়ের প্রস্তাব দেয়।
২৬ আগস্ট ভুক্তভোগী, ঠাকুরগাঁও সদর থানাধীন খোঁচাবাড়ী এলাকায় গেলে অভিযুক্ত পলাশ তার নিজ বাড়ীতে নিয়ে মারপিট করে সাথে থাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ছিনতাই করে। পরবর্তীতে ভুক্তভোগীর স্ত্রী মৌসুমী আক্তার বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার সুত্র ধরেই দিনাজপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এযাহার নামিয়ো তাদের দুই জনকে আটক করে এবং সাথে থাকা এক লক্ষ দশ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করে বীরগঞ্জ থানা পুলিশ।
ঘটনার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, অপরাধ নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।