স্টাফ রিপোর্টার :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটদান প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে।
বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ২১টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সকালে ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে শিক্ষার্থীরা ধারণা করছেন, দুপুরের দিকে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে।
নির্বাচন নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয়ে ডিবি পুলিশসহ অন্তত এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এদের সঙ্গে আনসার সদস্যরাও রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, জয় বাংলা ফটক এবং বিশমাইল ফটকের আশেপাশে ও ভিতরে দায়িত্ব পালন করছেন। এছাড়া পুরাতন প্রশাসনিক ভবন এবং মুরাদ চত্বরেও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু নির্বাচন। এবারের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট ১১৭৪৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৫টি কেন্দ্রীয় পদের জন্য লড়ছেন ১৭৮ জন প্রার্থী। হল সংসদ নির্বাচনে ২১টি হলে ১৫টি করে পদের জন্য মোট ৪৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।