মোসাঃ শামসুন্নাহার সোহানা, শিবগঞ্জ প্রতিনিধি :
শীত আসলেই গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি উৎসবে মেতে ওঠে, যা এখন বিলুপ্তের পথে। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে ২৮-০১-২০২৪ ও ২৯-০১-২০২৪ রবিবার ও সোমবার দুই দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিমে আম বাগানে আহসান হাবীবের তত্ত্বাবধানে আয়োজনে করা হয় এই পিঠা উৎসবের। নাচ-গান, বাহারি নকশা আর মজাদার পিঠা নিয়ে জমে উঠে এ উৎসব।
দিনভর এ উৎসবে যোগ দেয় নানান শ্রেনী-পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এসময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু অন্যরকম।
নতুন প্রজন্মের কাছে এখানকার ঐতিহ্যবাহী বাহারি রকমের পিঠা তুলে ধরা। আম, পিঠা ও নিজ জেলাকে ব্র্যান্ডিং করা, উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা,ভিন্ন আঙ্গিকে কিভাবে বাগান তৈরি ও কৃষি পর্যটনকে গড়ে তোলা ও উৎসাহিত করা যায় তা উপস্থাপন করার জন্য এ বাগান মেলা ও পিঠা উৎসবের উদ্দেশ্য।