চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে শিবগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হবে।
গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। জনপ্রতিনিধি হিসেবেও তিনি পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উঠেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
								
							
