অনলাইন ডেস্ক :
গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের ছাত্রী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।
জানা গেছে, রাজধানীর গুলশানে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভীর নাম আসে।


