মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ভিজিএফ কার্ডের তালিকা প্রস্তুতিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর পৌরসভার ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ পরিবারদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ৪৬২১জনের অনুকূলে ভিজিএফ কার্ড বরাদ্দ হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয় যেসব শর্ত পূরণ হলে একজন পরিবারের জন্য ভিজিএফ এর চাউল বরাদ্দ হবে তা অনেক ক্ষেত্রেই অনুসরণ করা হয়নি।
কার্ড উত্তোলনের ক্ষেত্রে পৌর প্রশাসক নিশাত আনজুম অনন্যা পৌরসভার কর্মচারীদের দায়িত্ব প্রদান করেন। এবং পরবর্তীতে সেই সব কর্মচারী আওয়ামী লীগের কর্মীদের সহযোগিতা গ্রহণ করেন। জানা যায় রহনপুর পৌরসভা ১৯৯৫ সালে স্থাপিত হয়, এই দীর্ঘ ৩০ বছরের মধ্যে আওয়ামী লীগের মনোনীত পৌর প্রশাসক সহ মেয়র পদে ২৫ বছর দায়িত্ব পালন করেন। যার জন্য কর্মচারীদের মধ্যে ২/৪ জন ছাড়া সকলেই আওয়ামী লীগ পরিবারের। সেই জন্য কার্ড উত্তোলনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে।
পৌর প্রশাসক নিশাত আনজুম অনন্যা ৫ আগস্ট ২০২৪ পূর্ব হতে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে গোপনে এখনো সুসম্পর্ক রয়েছে তার।
তদন্তপূর্বক ও আইনগত ব্যবস্থা গ্রহণে রহনপুর পৌর এলাকার সচেতন নাগরিকবৃন্দের পক্ষে পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ এর সাক্ষরে রেস্ট্রি ও ডাকযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ বরাবর অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সরকারি মুঠো ফোনে একাধিকবার ফোন করে সাড়া পাওয়া যায়নি, ফোনে সাড়া না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে আরও জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ ‘দৈনিক মানবিক বাংলাদেশ’ কে বলেন আমাদের প্রশাসনিক কার্যক্রম চলমান আছে। অভিযোগের বিশ দিন পার, এমন প্রশ্নের জবাবে? জেলা প্রশাসক আরও বলেন প্রশাসনিক নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিব।