গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তুচ্ছ ঘটনায় এক বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তাঁরা।তারা হলেন বীর মুক্তিযোদ্ধা টুলু( ৭০) ও তার স্ত্রী রাহেলা বেগম (৫০)।
জানা গেছে, রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় রেললাইনের পাশে রেলওয়ের জায়গায় বাস করেন ওই মুক্তিযোদ্ধা দম্পতি। তারা জানায়,প্রতিবশী মাহবুব ও তার ছেলে রাজ্জাক প্রায়ই বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন যাবত বিরক্ত করে আসছে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে রোববার সকালে তাদের মারধর করে পিতাপুত্র। এতে তারা অসুস্থ হয়ে পড়লে অন্য প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসা নেয়া ওই বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে দেখতে যাওয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা দম্পতি শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ জানান, হাসপাতালে তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


