মোঃ দুলাল আলী, গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আম বাজারে দুই সমিতির আমের ওজন কে কেন্দ্র করে ক্রয়-বিক্রয় বন্ধ থাকায় মিললো সমাধান।
রহনপুর আম আড়ৎদার সমিতি ৫২ কেজিতে মণ ধরে আম ক্রয় করবে অন্য দিকে রহনপুর আম চাষি সমিতির সর্বোচ্চ ৪৮ কেজিতে মণ ধরে আম বিক্রয় করবে এই দুই সমিতির ভিন্য মতের কারনে শনিবার সকাল থেকেই আম কেনাবেচা বন্ধ ছিলো।
এ বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অন্যনা ও উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার শনিবার ৮ জুন সকাল দশটায় দুই সমিতিকে নিয়ে উপজেলা সভাকক্ষে বসে ৫০ কেজিতে মণ দরে সমঝোতা করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আব্দুল আজিজ, ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন। আম চাষি সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস ও সাধারন সম্পাদক আব্দুল তালেব সহ সকল আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সবার উপস্থিতিতে ও সবার মতামত নিয়ে ৫০ কেজিতে মণ নির্ধারন করা হয়।