মোঃ দুলাল আলী, গোমস্তাপুর, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসন আয়োজনে সভাকক্ষে আজ (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমী) জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার নাজমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর উপ-সহকারী কর্মকর্তা মাহাবুব আলম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক ও বাল্য বিয়ে, মাদক সন্ত্রাস, জন্ম ও মৃত্যু নিবন্ধন, রাস্তাঘাট জনজাট, অবৈধ পুকুর খনন, এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।