মোঃ কবির হোসেন, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দেশীয় অস্ত্র পিক-আপ ভ্যানসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২০ জানুয়ারী) ভোর রাত ৪টার দিকে উপজেলার ফুলারপাড় বাজার থেকে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সবুজ ফকির (২৫), রিয়াজ মোল্লা (২২), তুফান শেখ (২৪), সাকিব শেখ (২৫), সালাম ব্যাপারী (২৫), শাহিন খান(২৬)।
পুলিশ সুত্রে জানাগেছে, মুকসুদপুর উপজেলার ফুলারপাড়ে গত ১৫ দিনে গরু ও দোকানের তালা ভেঙ্গে একাধিক চুরির ঘটনা ঘটে। গতকাল রোববার গভীর রাতে অজ্ঞাতনামা ৬ যুবক ফুলারপাড় বাজারে পি-আপ ভ্যানে অবস্থান করছিলো। তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদেরকে আটক করে। পরে তাদের নিকটে থাকা পিক-আপটি ভাংচুর করে বলে জানা যায়। পরর্বতীতে স্থানীয়রা মুকসুদপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ইন্সপক্টের তদন্ত শীতল চন্দ্র পাল জানান, ভোররাতে উপজেলার ফুলারপাড় বাজার থেকে স্থানীয়রা ৬ যুবককে ডাকাতি প্রস্তুতি কালে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিক আপ ভ্যান ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ বিকেলে তাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।