মোঃ মাহাবুল ইসলাম
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১০:৩০ মিনিটের দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,গোদাগাড়ী উপজেলার মানিকচক গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ সোহেল রানা ওরফে আব্দুল্লাহ (২২)।
অভিযানের নেতৃত্ব দেন,কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন এসআই মোঃ আশরাফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
পরিদর্শক শহিদুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সোহেল রানার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সচেতনতাও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।