শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা সদর উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মাঝিপাড়া গ্রামের মৎস্য ব্যবসায়ী মাধব চন্দ্র দাসের মেয়ে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মানষী রানী গত ১৮ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক সকাল ০৬ টার দিকে স্কুলের উদ্দেশ্যে বের হয়।
সন্ধ্যা পেরিয়ে গেলে বাড়িতে না ফেরায়, মানষী রানীর পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করতে থাকে। একপর্যায়ে তার পরিবার জানতে পারে মানষী রানীকে রাস্তা থেকে অটোবাইকে জোরপূর্বক তুলে নিয়ে যায় ইসমাঈল হাসান (মানিক) এ কাজে সহযোগিতা করেন মোছাঃ মায়া বেগম মোঃ লিয়ন মিয়া, মোঃ লিমন মিয়া মোঃ এন্তাজ আলী, মোঃ ফুয়াদ মিয়া, রিতু বেগম ও সায়মা বেগম সকলে গাইবান্ধা সদর উপজেলার পৌর সভার ৫নং ওয়াডের গোবিন্দপুর (টাবুপাড়ায়) বাস করে।
পরে তাদের বিরুদ্ধে মানষী রানীর মা সন্ধ্যা রানী বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। ঘটনার দের মাস দিন পেরিয়ে গেলেও এখন খোঁজ মেলেনি মানষী রানীর মানসিক ভাবে ভেঙে পরেছে তার পরিবার ।