মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেড়েছে জন্ডিসের প্রকোপ। গত এক মাসে মোট ৪৮ শিক্ষার্থী এ রোগে আক্রান্ত হয়েছেন।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ডাক্তার তন্ময় হক জানান, গত এক মাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জন্ডিস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। চলতি মাসে চিকিৎসা কেন্দ্রে আসা রোগীদের মধ্যে পরীক্ষা করে ৪৮ জন জন্ডিসে আক্রান্ত বলে জানা গেছে। শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। পানি ও খাবারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বাইরের খোলা খাবার, অবিশুদ্ধ পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। বিশ্রাম, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যকর খাবার গ্রহণের মধ্য দিয়ে এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব।
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং একাডেমিক ভবনগুলোতে যেন বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে।