চট্টগ্রাম প্রতিনিধি: সৈয়দ মিয়া
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল ৮ টায়  অনুষ্ঠিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন,ইমান -আকিদা ও ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীর লক্ষ্য।
বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের উদ্দেশ্য করে বলেন, বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা সদস্যর হত্যার বিচার এবং দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতনের সঠিক বিচার না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। পালিয়ে যাওয়া রাজনৈতিক দলের কাউকে
প্রতিষ্ঠাতার সুযোগ নিলে জামায়াত তাদের ছেড়ে কথা বলবে না।
১৬ মে শুক্রবার সকালে ৩৯ নং প্রশাসনিক ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ওসমান গনির সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসন এমপি প্রার্থী ও ৩৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম।
এতে আরো বিশেষ বক্ত হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মজলিসের শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন।
৩৯ নং প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ,৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ আলী, মাওলানা মোজাম্মেল হক,আব্দুর রহিম বিশ্বাস,মোঃ ফখরুল ইসলাম,ডাঃ আবুল কালাম,হাজি মোঃ মুজিবুল হক বকুল সহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডে এর নেতৃবৃন্দ, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
								
							
