বিনোদন ডেস্ক :
টানা এক সপ্তাহ ভেন্টিলেশনে থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পার্থসারথি দেব (৬৮)। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন অভিনেতা পার্থসারথি। ফুসফুসে সংক্রমণও ছিলো। গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত সপ্তাহ থেকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে চিকিৎসা চলছিল তার। পরে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ ৪০ বছর অভিনয় দুনিয়ার সঙ্গে জুড়ে ছিলেন অভিনেতা পার্থসারথি দেব। অসংখ্য টিভি ধারাবাহিকসহ ২ শতাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। টলিউডে শিল্পীদের সংগঠনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দীর্ঘদিন আর্টিস্ট ফোরামের সহসভাপতির পদে ছিলেন পার্থসারথি দেব।
সম্প্রতি নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্রসহ তার সহশিল্পীরা।