ঢাকার অভ্যন্তরে আগামী ২ মে থেকে কোনো কাউন্টার রাখতে পারবে না কুমিল্লা ও সিলেটগামী বাসের। চট্টগ্রামগামী বাসও আগামী জানুয়ারি মাস থেকে ঢাকার অভ্যন্তরে কোনো কাউন্টার রাখতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকালে ঢাকার দুই সিটি করপোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সভায় অংশ নেওয়া এক পরিবহন নেতা বলেন, প্রতিমাসেই এ রকম সভা হচ্ছে। একই বিষয় বারবার বলা হচ্ছে। কিন্তু কোনো কাজ ঠিকমতো হয় না। কোনো সমস্যার সমাধানও আসে না। মে মাস নয়, জুলাই মাসে বন্ধ করার চিন্তা রয়েছে।
সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতা বলেন, ‘প্রথম দফায় মে মাস থেকে সিলেট ও কুমিল্লার গাড়ির কাউন্টারগুলো ঢাকা শহরের মধ্যে রাখা হবে না। তবে চট্টগ্রামসহ অন্যান্য রুটের কাউন্টার এখনই উঠছে না। মালিক সমিতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বাকিগুলোর বিষয়ে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আসন্ন রমজান মাসে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দেশ দেন। বৈঠক সূত্র জানায়, পৌরসভার চাঁদা উঠানোর বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে সভায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনে এ রকম চাঁদা তোলা হয় না। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যাপক হারে চাঁদা তোলা হয়। যার অভিযোগ দিয়েছেন শ্রমিক ফেডারেশনের নেতারা। শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে চাঁদা তোলা বন্ধ করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে অনুরোধ জানায়।