স্টাফ রিপোর্টার:
কক্সবাজার শহরের হলিডে মোড়ের সানমুন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. রোকনুজ্জামান।
অভিযুক্ত তরুণ আশরাফুল ইসলাম (১৮) কক্সবাজার শহরের ইসলামপুরের দক্ষিণ পাহাড়তলী এলাকার মো. হাসেম প্রকাশ কাসেম মাঝির ছেলে। তারা পুরনো রোহিঙ্গা।
নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার সাবেক আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের গত কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. রোকনুজ্জামান বলেন, কক্সবাজার শহরে চাঞ্চল্যকরভাবে হোটেলে হত্যা করা হয় সাইফ উদ্দিনকে। হত্যার পর খুনি হোটেল হতে বেরিয়ে সাইফ উদ্দিন আহমেদের বাইক নিয়ে সটকে পড়ে। সেটা সিসিটিভি ফুটেজে সবাই আমরা দেখেছি। সোমবার (২১ আগস্ট) রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি সামনের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটক আরশাফুল আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন আহমেদ হত্যাকাণ্ডে সে জড়িত বলে স্বীকার করেছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত সোমবার (২১ আগস্ট) সকালে কক্সবাজার শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮নং কক্ষ থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছিল পুলিশ। এ হত্যাকাণ্ডের পর কক্সবাজারসহ সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহত সাইফ উদ্দিনকে হত্যাকারীরা হোটেলের কক্ষের ভেতর হাত-পা বেঁধে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।