অনলাইন ডেস্ক:
হাসপাতাল থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনুর ওরফে শাহিন হিজরা (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানার ১১ নং সেকশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিন হিজরা সেজে ঘুরলেও আসলে তিনি হিজরা নন। তিনি একজন পুরুষ।
চুরির সুবিধার্তেই তিনি হিজরা সেজে ঘুরেন।
শাহিন ঝালকাঠি জেলার নলছিটি থানার বিটনা গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে।
শাহিন একজন পুরুষ। কিন্তু তিনি হিজরা সেজে বিভিন্ন স্থানে ঘোরেন চুরির উদ্দেশে। শুক্রবার তিনি গুরুতর অসুস্থতার ভান করে হিজরা সেজে কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। আর্থিকভাবে অসচ্ছল ও হিজরা দেখে চিকিৎসক বিনামূল্যে তার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা করানোর পর শাহিন চলে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারিফুল ইসলাম দেখেন তার মোবাইল নেই। আশপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও না পাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হন হিজরা সেজে চিকিৎসা নিতে আসা শাহিনই মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। পরে আজ থানায় অভিযোগ করলে পল্লবী থানা এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় হিজরা নেতৃবৃন্দ এসে নিশ্চিত করেন শাহিন হিজরা নন, তিনি পুরুষ।চুরি করতেই তিনি এই হিজরার বেশ নিয়েছেন।