অনলাইন ডেস্ক :
নজিরবিহীন মামলার হাজিরা দিতে নিউইয়র্কে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। খবর বিবিসির।
সোমবার নিজের ব্যক্তিগত বিমান বোয়িং ৭৫৭ মডেলের উড়োজাহাজে চড়ে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটনের ফৌজদারি আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে তার।
সাবেক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে মার্কিন নির্বাচনের আগে পর্ন তারকার সঙ্গে তার সম্পর্কের কথা গোপন রাখতে তার আইনজীবী মোটা অংকের ঘুষ দিয়েছে। এটা অপরাধ না হলেও তিনি যখন তার আইনজীবীকে অর্থ ফেরত দেন তখন সেটাকে আইনি খরচ হিসেবে উল্লেখ করেছেন। যেটা মার্কিন আইনে ফৌজদারি অপরাধ। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
এদিকে আদালতে হাজিরা দেওয়ার আগে আইনজীবীদের থেকে বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার আগে ম্যানহাটনের ডিসট্রিক্ট এটর্নির অফিসে আত্মসমর্পণ করবেন তিনি।
ম্যানহাটন আদালতের বাইরে বিক্ষোভের কথা মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ও সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাহারা দিয়ে ট্রাম্পকে আদালতে পৌঁছে দেবেন। আদালতে শুনানির সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে অভিযোগ যাই হোক ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।