স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে নৌপথে চোরাচালান ও চাঁদাবাজি বন্ধে এবং নদীতে নৌপুলিশের টহল বৃদ্ধির জন্য একটি দ্রুতগতির স্পিডবোট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নৌপুলিশের পুলিশ সুপার সম্পা ইয়াসমিন সুরমা নদীর টুকেরবাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জের কাছে দ্রুতগতির স্পিডবোট হস্তান্তর করেন।
পুলিশ সুপার সম্পা ইয়াসমিন বলেন, সুনামগঞ্জে নৌপুলিশের টুকেরবাজার, লালপুর, সানবাড়ি, ছাতক ও শ্যামারচর এলাকায় ৫টি নৌপুলিশ ফাঁড়ি রয়েছে। পর্যায়ক্রমে সব ফাঁড়িতে দ্রুতগামী স্পিডবোট দেয়া হবে। এতে জেলার দুর্গম হাওড় এলাকা ও ছোট বড় ২৭ টি নদীতে নৌপুলিশের টহল কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, গেল ৬ মাসে নৌ পুলিশের সদস্যরা সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে। এছাড়া অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করেছে। সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকা তাই এখানে নৌ পথে চোরাকারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পণ্য পরিবহন করে। দ্রুতগতির স্পিড বোট দেয়ায় এখন কম সময়ে নৌপথের চাঁদাবাজি ও চোরাকারবারিদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যাবে নৌপুলিশ।