অনলাইন ডেস্ক:
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন। এটা তার বাংলাদেশ ও পাকিস্তান সফরের অংশ। ওমরাহ ব্যবস্থার উন্নয়ন এবং দুই পবিত্র মসজিদে সফরকারীদের সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করাই এই সফরের লক্ষ্য। বাংলাদেশ ও পাকিস্তান থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়াদের অভিজ্ঞতা এবং সৌদি আরবের ভিশন ২০৩০ নিয়েও সফরকালে আলোচনা হবে বলে জানা গেছে।