স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বহু মামলার আসামি জামায়াত নেতা জসীম উদ্দিন গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণেলহাট এলাকায় অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জসীম উদ্দিন থানা জামায়াতের সাবেক সভাপতি, ছাত্র শিবিরের উত্তর জেলার সাবেক সভাপতিসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাসের মূল নেতৃত্বে ছিলেন এই জসীম।
তার বিরুদ্ধে থানায় ১৩টি মামলা রয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধী মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর পর সারা বাংলাদেশে যে, সহিংস ঘটনা ঘটছে তারও মাস্টার মাইন্ড ও মূল হোতা মো. জসীম উদ্দিন বলে ওসি জানান। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।