স্টাফ রিপোর্টার:
সারা দেশের ১৬৮টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের পাঁচ সিনেমা। তবে হলগুলোতে সবচেয়ে বেশি দাপট দেখাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’ ও রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’। মুক্তিপ্রাপ্ত সিনেমার বেশিরভাগ শো প্রথমদিন থেকেই হাউজফুল যাচ্ছে বলে জানিয়েছেন মাল্টিপ্লেক্স ও প্রেক্ষাগৃহ সংশ্লিষ্টরা।
টিকিট নিতে হলগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ সারি। ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখতে পরিবার ও প্রিয়জন নিয়ে সিনেমা হলে এসেছেন অসংখ্য দর্শক।
মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বাধিক ১০৭টি প্রেক্ষাগৃহে চলছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। সারা দেশে প্রতিদিন ৪৫০টির বেশি প্রদর্শনী চলছে সিনেমাটির। অধিকাংশ হলগুলোতেই হাউজফুল যাচ্ছে ছবিটি।
প্রথমবারের মতো বড় পর্দায় সুড়ঙ্গ দিয়েই বাজিমাত করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদের তৃতীয় দিন থেকে সর্বোচ্চ ৩৩টি প্রদর্শনী দিয়ে স্টার সিনেপ্লেক্সে রেকর্ড গড়েছে সিনেমাটি। দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সুড়ঙ্গ।
এছাড়াও, আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ এবং সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এ দুটি ছবি দেখেও প্রশংসা করছেন দর্শক। অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’ নিয়েও সাধারণ দর্শকের মাঝে আগ্রহ দেখা গেছে।