রাজনৈতিক ডেস্ক:
হত্যার উদ্দেশ্যেই সরকারের নির্দেশে তার উপর হামলা করেছে বলে আভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রবিবার বিকেলে রাজধানীর গনস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতাল থেকে বাসায় ফেরা এবং চিকিৎসা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
বলেন, সরকার আবারও ক্ষমতা আসতে চায়; তাই হামলা-মামলা করে নৈরাজ্যর রাজনীতি শুরু করেছে। আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসলে কারো রেহাই নেই এবং দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও জানান তিনি। সামগ্রিকভাবে দেশের রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার জন্য সরকারকে দায়ী করে নুর আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রসাশনে দুর্বিত্তায়ন ও বল প্রয়োগের কৌশল নিয়েছে সরকার।
গোয়েন্দাদের নিষেধ উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে বার বার তার উপর হামলা করছে দাবি করে; মানুষের ভোটের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।